৪ আগস্ট ২০২৫ - ১০:০২
সার্বভৌমত্ব জোরদারে আল আকসা দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

জেরুজালেম ও এর পবিত্র স্থানগুলোতে ইসরায়েলের দখল ও সার্বভৌমত্ব আরও জোরদারের হুমকি দিয়েছেদেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

আহলে বাইত (আ.) আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আবনা): ইহুদি উপবাস দিবস তিশা ব’আভ উপলক্ষে পশ্চিম প্রাচীর পরিদর্শনের পর কাটজ লিখেন, “সেকেন্ড টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর, পশ্চিম প্রাচীর এবং টেম্পল মাউন্ট এখন আবার ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্বের অধীনে।”

তিনি আরও বলেন, “বিশ্বজুড়ে যারা ইসরায়েলকে ঘৃণা করে, তারা আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে ও বিক্ষোভ করছে। আমরা জেরুজালেমে আমাদের দখল এবং সার্বভৌমত্ব আরও জোরদার করব।”

গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি, নিরাপত্তা বাহিনীর সুস্থতা এবং হামাসের পরাজয়ের জন্য তিনি প্রার্থনা করেছেন বলেও জানান কাটজ।

জেরুজালেমের টেম্পল মাউন্টকে ইহুদি ধর্মমতে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়, তবে সেখানে প্রার্থনা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও উত্তেজনা বিরাজ করছে।

বর্তমানে বহুবছরের পুরনো ‘স্ট্যাটাস কো’ ব্যবস্থার অধীনে ইসরায়েল এই এলাকার নিরাপত্তা নিয়ন্ত্রণ করে, কিন্তু ধর্মীয় তত্ত্বাবধান রয়েছে জর্ডানের ইসলামিক ওয়াকফের অধীনে। এই ব্যবস্থায় অমুসলিমদের প্রকাশ্যে প্রার্থনা নিষিদ্ধ, তবে নির্দিষ্ট সময় ও কঠোর নজরদারির মধ্যে ইহুদি ও খ্রিস্টানদের প্রবেশ অনুমোদিত।

তিশা ব’আভ উপলক্ষে ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হ্যাসকেলও ওই দিন টেম্পল মাউন্টে যান। এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “৭ অক্টোবরের ঘটনার ছায়ায়, যখন আমাদের জাতি এখনো যুদ্ধের ক্ষত থেকে সেরে ওঠার চেষ্টা করছে, এবং হামাসের বন্দিশালায় এখনো ৫০ জন জিম্মি কষ্ট পাচ্ছে—তখন ইসরায়েলি সমাজে যন্ত্রণা খুব গভীর। ক্রোধ আর শোকে আমরা বিপর্যস্ত।”

Tags

Your Comment

You are replying to: .
captcha